ব্যাংক ডাকাতির মতো ঘটনা যেন আর না ঘটে : এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী

  • আপডেট টাইম : December 22 2024, 15:44
  • 3 বার পঠিত
ব্যাংক ডাকাতির মতো ঘটনা যেন আর না ঘটে : এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ-এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সকলের প্রতি আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, সাম্প্রতিক ব্যাংক ডাকাতির মতো ঘটনা যেন দেশে আর না ঘটে।
শুক্রবার (২০ ডিসেম্বর) নতুনধারা বাংলাদেশের যুগপূর্তি বাস্তবায়ন উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে বিজয় মিলনায়তনে আয়োজিত প্রস্তুতি সভায় মোমিন মেহেদী এসব কথা বলেন।
তিনি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পরিকল্পিত পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানিয়ে বলেন, তা না হলে জনগণ বীতশ্রদ্ধ হয়ে উঠতে পারে, যা কোনোভাবেই দেশ বা মানুষের জন্য কল্যাণকর হবে না।
তিনি আরো বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজনীতির নামে মানুষ হত্যা-হামলা বা মিথ্যা মামলা থেকে মুক্ত একটা দেশ চায়।
সভায় অন্যদের মধ্যে এনডিবির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর