সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন || ৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

No Image Available
  • আপডেট টাইম : December 21 2024, 03:17
  • 58 বার পঠিত
সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন || ৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ৮টি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে; কিন্তু এই ৮টি পদে আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাদেরকে বিজয়ী ঘোষণা করে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহসভাপতি (প্রথম) মনিরুজ্জামান মনির, সহসভাপতি (দ্বিতীয়) সজল ঘোষ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ (আহমেদ জামিল), পাঠাগার সম্পাদক মো আলী আকবর চৌধুরী কোহিনূর এবং দপ্তর সম্পাদক আব্দুল আহাদ।
অন্য ৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ প্রার্থী। এর মধ্যে রয়েছেন, সভাপতি পদে ফয়সল আহমদ বাবলু ও মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মিসবাহ উদ্দীন আহমদ ও মোহাম্মদ নাসির উদ্দিন, সহসাধারণ সম্পাদক পদে অমিতা সিনহা, এম আর টুনু তালকুদার ও রবিকিরন সিংহ রাজেশ এবং সদস্য পদে তুহিন আহমদ, মো মোহিদ হোসেন, মো সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), রনজিৎ কুমার সিংহ, রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল) ও রায়হান উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর