র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের মাধবপুর উপজলোয় ১০০ কেজি গাঁজা সহ ৭ জনকে গ্রেফতার করছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজলোর চেঙ্গারবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় এই গাঁজা সহ মো মোর্শেদ (২৮, পিতা মৃত মোস্ত মিয়া, আলাবই, মাধবপুর, হবিগঞ্জ), মো লোকমান (৩৪, পিতা নূরুল ইসলাম মীর, পশ্চিম খুন্তাকাটা, শরনখোলা, বাগেরহাট), সুশীল চন্দ্র দাস (৪০, পিতা মৃত মুরালি চন্দ্র দাস, কাপাস হাটিয়া, কুলিয়ারচর, কিশোরগঞ্জ), মো কাইয়ুম শেখ (২২, পিতা আব্দুল মালেক শেখ, উত্তর সোনাতারা, শরনখোলা, বাগেরহাট), মো উজ্জ্বল হোসেন (২৬, পিতা মৃত আবুল কালাম, কার্তিকপাশা, দুমকি, পটুয়াখালী), মো ইমরান হোসেন (১৯, পিতা মৃত শাহ আলম, ফুলগাছিয়া, বোরহানউদ্দিন, ভোলা) ও মো ফিরোজকে (১৯, পিতা মো বিল্লাল, আমতলি, মাড়লগঞ্জ, বাগেরহাট) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।