সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আগামী জানুয়ারি মাসে ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ২০২৫’ তথা ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এই সম্মেলনের আয়োজন করছে ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন-মুমুনা’।
আয়োজকরা জানান, ‘সবুজ আগামী : অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশগত যত্নের সমন্বয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জানুয়ারি মাসের ২৩ থেকে ২৫ তারিখ পর্যন্ত তিনদিনব্যাপী এই ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সারাদেশের দুইশোরও বেশি কূটনৈতিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-ইউএনএসসি, জাতিসংঘ মানবাধিকার পরিষদ-ইউএনএইচআরসি, আন্তর্জাতিক গণমাধ্যম-আইপি, আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশন-ইউএনএফসিসিসি, অর্থনৈতিক ও আর্থিক বিষয়ক পরিষদ-ইসিওএফআইএন এবং বিশেষ বাংলা কমিটি-এসসিআরএপি এই সাতটি উদ্ভাবনী কমিটি নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে বৃহৎ এই আয়োজন সফলের লক্ষ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন ব্যাপক কর্মতৎপরতা চালাচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতায় সম্মেলন সফলে গ্রহণ করা হয়েছে নানা পদক্ষেপ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর/৪ পৌষ) একটি উচ্চপর্যায়ের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান তানভীর এম ও রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরী, উপ-উপাচার্য প্রফেসর ড সুরেশ রঞ্জন বসাক, কোষাধ্যক্ষ প্রফেসর ড মো তাহের বিল্লাল খলিফা, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন ড মোহাম্মদ জামাল উদ্দিন, আইকিউএসির পরিচালক প্রফেসর চৌধুরী এম মোকাম্মেল ওয়াহিদ, রেজিস্ট্রার তারেক ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো মাহফুজুল হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান নওশাদ আহমেদ চৌধুরী, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান প্রফেসর ড তোফায়েল আহমেদ, আইন ও বিচার বিভাগের প্রধান ড এম জেড আশরাফুল, পরিচালক (অর্থ) মো ইনামুল হক, সিএসপিআইর পরিচালক চৌধুরী মুজাদ্দিদ আহমেদ, মুমুনার সভাপতি ও ছায়া জাতিসংঘ সম্মেলনের মহাসচিব চয়ন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি