বড়লেখায় বাবা হত্যা মামলায় ছেলেকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট টাইম : December 19 2024, 09:56
  • 2 বার পঠিত
বড়লেখায় বাবা হত্যা মামলায় ছেলেকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাবা হত্যা মামলার আসামি ছেলে নোমান হোসেনকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে।
গত ২৪ নভেম্বর আনুমানিক রাত ১০টায় উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে নোমান হোসেনের সঙ্গে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় ছেলের বাবা মামুন মিয়া তাতে রাজি হননি। এ নিয়ে বাপ ও ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুন মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
এই মামলার পরিপ্রেক্ষিত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ও র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি যৌথ আভিযানিক বুধবার (১৮ ডিসেম্বর) আনুমানিক রাত ৮টায় কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি নোমান হোসেনকে (২৭) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী

এই ক্যাটাগরীর আরো খবর