র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৪৩৪ বোতল বিদেশী মদ সহ ২ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তেলিখাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় এই মদ সহ মো কাইয়ুম মিয়া (২০, পিতা মৃত নূর মিয়া, শিমুলতলা নোয়াগাঁও, কোম্পানীগঞ্জ, সিলেট) ও রাজু মিয়াকে (১৬, পিতা মো আমজাদ আলী, ডাকাতের বাড়ি, কোম্পানীগঞ্জ, সিলেট) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামত সহ তাদেরকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য বিররণী