মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আনন্দ-উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম : December 17 2024, 04:32
  • 3 বার পঠিত
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আনন্দ-উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা, আনন্দ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি মহান বিজয় দিবস উদযাপন করেছে ।
এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উপ-উপাচার্য অধ্যাপক ড সুরেশ রঞ্জন বসাক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো তাহের বিল্লাল খলিফার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
প্রফেসর এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও অয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তারেক ইসলামের সঞ্চালনায় শিল্পীদের কবিতা আবৃত্তি, গান, নৃত্য, যন্ত্রসংগীত ইত্যাদি পরিবেশনা দর্শকদের বিমোহিত করে রাখে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, মহান বিজয় দিবস উদযাপন কমিটি ২০২৪ এর আহবায়ক অধ্যাপক ড সুরেশ রঞ্জন বসাক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো তাহের বিল্লাল খলিফা উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর