যথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

  • আপডেট টাইম : December 17 2024, 03:21
  • 11 বার পঠিত
যথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবিতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয় বিজয় শোভাযাত্রা। এর নেতৃত্ব দেন, উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম।
শোভাযাত্রা সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, উপাচার্য, জাতীয় দিবস উদযাপন কমিটি, ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ ও বিভিন্ন জেলা সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
এছাড়া জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় ও সভাপতি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড মো এমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম।
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ছিন্নমূল পথশিশুদের আলোর পথের দিশারী পাঠশালা ২১-এর ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী ও উন্নতমানের খাদ্য বিতরণ করেন উপাচার্য।
পরে শিশু-কিশোরদের দৌড় প্রতিযোগিতা, শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের প্রীতি ভলিবল প্রতিযোগিতা ও মহিলা শিক্ষক, কর্মকর্তা ও কর্মাচারীদের প্রীতি পিলো পাসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম।
এছাড়াও বিজয় দিবস উপলক্ষ্য সমগ্র ক্যাম্পাসে লাল ও সবুজ বাতি দিয়ে আলোকসজ্জা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর