নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার শরীফপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় কুলাউড়া থানার মানবপাচার মামলায় দীর্ঘদিনের পলাতক আসামি ওয়াসকরনীকে (৩৮, পিতা মৃত পীর মাহমুদ আলী, লালারচক, কুলাউড়া, মৌলভীবাজার) গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন অধ্যাদেশ ২০১২, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ও বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩-এ একাধিক মামলা রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী