হবিগঞ্জে নানা কর্মসূচিতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস

  • আপডেট টাইম : December 15 2024, 11:20
  • 6 বার পঠিত
হবিগঞ্জে নানা কর্মসূচিতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস

বিশেষ প্রতিবেদক : হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ’দুর্জয় হবিগঞ্জ’ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড মো ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো রেজাউল হক খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জুয়েল। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র চলছে। তাই সকলকে সজাগ থাকতে হবে।
তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ।

এই ক্যাটাগরীর আরো খবর