জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় পূর্বজুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো আছলম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে জুড়ী থানার ওসি (তদন্ত) মো জহিরুল হকের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা হিরক সিংহ সহ পুলিশের একটি দল আছলম উদ্দিনকে বড়ধামাই গ্রামে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
রবিবার (১৫ ডিসেম্বর/৩০ অগ্রহায়ণ) থানা পুলিশের মাধ্যমে তাকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো মুরশেদুল আলম ভূঁইয়া আছলম উদ্দিনকে গ্রেফতার ও আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।