সিলেট জেলা প্রেসক্লাবের আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে

No Image Available
  • আপডেট টাইম : December 13 2024, 15:36
  • 58 বার পঠিত
সিলেট জেলা প্রেসক্লাবের আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে

সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর/২৮ অগ্রহায়ণ) প্রথম দিনে আগ্রহী প্রার্থীরা সংগঠনের কার্যালয়ে নির্বাচন কমিশনের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম সামিউল আলম, নির্বাচন কমিশনার মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ ও সুশাসনের জন্য নাগরিক-সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।
এছাড়াও সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির, সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সহসাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ ও কোষাধ্যক্ষ আনন্দ সরকার উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, রবিবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে মনোয়নয়নপত্র সংগ্রহ করা যাবে।
আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত মনোনয়ন ফি জমা দিয়ে সাধারণ সম্পাদক স্বাক্ষরিত মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে এবং ক্রয় রসিদের ফটোকপি মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে জমা দিতে হবে।
ঘোষিত তফসিল অনুসারে ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট জেলা প্রেসক্লাবে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এছাড়া ১৮ ডিসেম্বর (বুধবার) মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার ও আপিল শুনানি এবং ২০ ডিসেম্বর (শুক্রবার) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সিলেট জেলা প্রেসক্লাবে ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিরতিহীন বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ ও গণনা শেষে একই দিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর