এ এস কাঁকন, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর ও জুড়ী উপজেলার বটুলি স্থলশুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে টানা ১১ দিন ধরে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।
একসঙ্গে দুটি শুল্ক স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় আমদানি রপ্তানির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।
গত ২৭ নভেম্বর বিকেলে ভারতের কৈলাশহরে ইসকন সদস্যরা বিক্ষোভের সময় চাতলাপুর স্থলশুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে আমদানি-রপ্তানিতে বাঁধা সৃষ্টি করলে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এলাকার লোকজন জানান, ভারতের কৈলাশহরের প্রবেশমুখে ইসকন সদস্যরা বাঁশের খুঁটি পুঁতে রাস্তা বন্ধ করে তাতে পতাকা বেঁধে দিয়েছেন। ফলে বাংলাদেশ থেকে পণ্যবাহী গাড়ি যাওয়া বন্ধ রয়েছে। একই সঙ্গে ভারত থেকেও কোনো পণ্যবাহী গাড়ি আসছে না। তবে ভারতে যাতায়াত কার্যক্রম স্বাভাবিক আছে।
চাতলাপুর শুল্ক স্টেশন ব্যবসায়ী সমীতির যুগ্মসম্পাদক মেসার্স রিমন ট্রেডার্সের স্বত্বাধিকারী সাইফুর রহমান জানান, দুদিন চেষ্টা করেও মাছ ভর্তি ৫টি ট্রাক ভারতে পাঠানো সম্ভব হয়নি।
চাতলাপুর স্থলশুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়াজ মোর্সেদ ভূঁইয়া, আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ প্রান্তে কোনো সমস্যা নেই, সমস্যা ভারতের অংশে। আগে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ মেট্রিকটন মাছ রপ্তানি হলেও এখন বন্ধ রয়েছে। তবে এ ব্যাপারে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা আলোচনা করছেন।