আনন্দ আয়োজনে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের ১৫ বছর পূর্তি উদযাপিত

  • আপডেট টাইম : December 07 2024, 14:49
  • 16 বার পঠিত
আনন্দ আয়োজনে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের ১৫ বছর পূর্তি উদযাপিত

আনন্দ আয়োজনে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ১৫ বছর পূর্তি উদয়াপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে শাহজালাল উপশহরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী ড মো বদরুল আলম সোহাগ।
তিনি বলেন,সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট দীর্ঘ ১৫ বছরে সততা, ন্যায়পরায়ণতা ও জনকল্যাণমূলক সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমনের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক রুহুল ইসলাম মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা আহমেদ হোসাইন ছানু, জেলা কর আইনজীবী সমিতির সমাজকল্যাণ সম্পাদক মো জহিরুল ইসলাম রিপন ও সাপ্তাহিক ইউনানী কন্ঠ পত্রিকার সম্পাদক আক্তার হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের ব্যবস্থাপনা সম্পাদক কবি নূরুদ্দীন রাসেল সহ অন্যরা। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর