শনিবার জকিগঞ্জে মুজাহিদ কমিটির ওয়াজ মাহফিলে যোগ দিবেন শায়খে চরমোনাই

  • আপডেট টাইম : December 05 2024, 16:13
  • 14 বার পঠিত
শনিবার জকিগঞ্জে মুজাহিদ কমিটির ওয়াজ মাহফিলে যোগ দিবেন শায়খে চরমোনাই

জকিগঞ্জ প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই আগামী শনিবার ৭ ডিসেম্বর জকিগঞ্জ আসছেন।
সেদিন বিকাল ৩টায় জকিগঞ্জ টাউন ঈদগা মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ নভেম্বর/২০ অগ্রহায়ণ) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুজাহিদ কমিটি জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, জকিগঞ্জ শহরে এই প্রথম কোনো মাহফিলে মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই বয়ান পেশ করবেন। দেশের আলোচিত এই ইসলামিক নেতার জকিগঞ্জ আগমন উপলক্ষে ব্যাপক সাড়া পড়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহসভাপতি মো নূরুল আমীন, জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মো শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, মাওলানা লুৎফুর রহমান শামীম ও আব্দুল খালিক।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহসভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্মসম্পাদক এনামুল হক মুন্না, সহসাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিপন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে এম মামুন, সদস্য ওমর ফারুক, আবু বকর মো ফয়ছল প্রমুখ।

এই ক্যাটাগরীর আরো খবর