নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, কোম্পানির একটি আভিযানিক দল বুধবার (৪ ডিসেম্বর/১৯ অগ্রহায়ণ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় ৩৫.১ কেজি গাঁজাসহ জুয়েল (৩৭, পিতা জলিল, কাশিয়ারচর, গৌরীপুর, ময়মনসিংহ) নামে একজনকে গ্রেফতার করা হয় ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে জব্দকৃত আলামত সহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী