বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বন্দুকযুদ্ধে ১১ জন গুলিবিদ্ধ সহ ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রাড়ইল গ্রামের আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সঙ্গে একই গ্রামের জসিম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে একাধিকবার বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। দিরাই থানা এবং আদালতে মামলা-পাল্টা মামলাও রয়েছে।
ঘটনার দিন সকালে আনু চৌধুরীর দায়ের করা একটি মামলার তদন্তে যায় দিরাই থানা পুলিশ। তদন্ত শেষে পুলিশ গ্রাম ছাড়ার পর উভয় পক্ষের লোকজন অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের মধ্যে ১৩ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দিরাই উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা প্রশান্ত সাগর দাস জানান, আহতদের শরীরে গুলির চিহ্ন রয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেফতারে অভিযান চলছে।