চলমান পরিস্থিতি নিয়ে জুড়ীতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : December 04 2024, 07:17
  • 6 বার পঠিত
চলমান পরিস্থিতি নিয়ে জুড়ীতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের উদ্যোগে চলমান পরিস্থিতি নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ সহ জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সোমবার (২ ডিসেম্বর) বিকালে জুড়ী থানা কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো কামরুল হাসান।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো মোর্শেদুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও এসআই হীরক সিংহের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জুড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো ফরিদ উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম রেজা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আজমল আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হাই হেলাল, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুণ চন্দ্র দাশ, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহসভাপতি ইমরানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন, ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এম এ মহসিন মুহিন প্রমুখ।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো কামরুল হাসান আইন-শৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি যেকোনো ধরনের গুজব সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।

এই ক্যাটাগরীর আরো খবর