বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গত দুদিনে ৮৪ লাখ টাকার চোরাচালানী মালামাল
আটক করেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর/১৮ অগ্রহায়ণ) ও আগেরদিন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই, দমদমিয়া, লাফার্জ, উৎমা, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ ও পাথরকোয়ারি বিওপি অভিযান পরিচালনা করে।
এসময় ভারতীয় চিনি, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ, জনসন বেবি ক্রিম, শীতের কম্বল, মেহেদী, চা-পাতা, জিরা, সাবান, গরু, মহিষ, মন্ড সিগারেট, মদ, ফেন্সিডিল, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল রসুন, শিং মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়।
এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৮৪ লাখ ১৬ হাজার ৭৪০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন। তথ্য বিবরণী