মহান বিজয়ের মাসের প্রথম প্রভাতে ঢাকায় পদক্ষেপ বাংলাদেশের বর্ণাঢ্য আয়োজন

  • আপডেট টাইম : December 01 2024, 10:51
  • 42 বার পঠিত
মহান বিজয়ের মাসের প্রথম প্রভাতে ঢাকায় পদক্ষেপ বাংলাদেশের বর্ণাঢ্য আয়োজন

মহান বিজয়ের মাসের প্রথম প্রভাতে পদক্ষেপ বাংলাদেশ ঢাকায় বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে রবিবার (১ ডিসেম্বর/১৬ অগ্রহায়ণ) সকাল ৭টায় আয়োজিত কর্মসূচিতে ছিলো ‘বিজয় মাসের প্রথম প্রভাত’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠান উদ্বোধন করেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ। সভাপতিত্ব ও ঘোষণাপত্র পাঠ করেন, পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী।
সাংস্কৃতিক পর্বে দলীয় নৃত্য পরিবেশন করে, নৃত্যাক্ষ ও মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা। দলীয় সংগীতে অংশ নেয়, পদক্ষেপ বাংলাদেশ ও সুরনন্দন নজরুল সংগীত চর্চা কেন্দ্র। একক সংগীত পরিবেশন করেন, মারুফ হোসেন নূর মো রাজু, মিতু রহমান ও নীলা হাসান। একক আবৃত্তি করেন, নায়লা তারান্নুম চৌধুরী কাকলি, সৈয়দ ইফতেখার আলী, তছলিম উদ্দিন সৌরভ ও ফরিদুজ্জামান। বৃন্দআবৃত্তিতে অংশ নেয়, কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, ঢাকা স্বরকল্পন, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র ও কণ্ঠশীলন।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর