মোজাম্মেল আলী, কার্ডিফ (ইউকে) : সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রবাসে অবস্থানরতদের প্রথম ও সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির এ নির্বাচনে সভাপতি পদে নিয়াজ মুর্শেদ, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মিছবাহ্ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে সায়েম আহমেদ শাহীন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে আব্দুল ওয়ারিস এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ৫টি পদে মোট ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং শতভাগ ভোট কাস্ট হয় ।
নির্বাচনকে ঘিরে গোয়াইনঘাট উপজেলার প্রবাসীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। ফেইসবুক ও হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলে।
নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা আমেরিকা প্রবাসী আব্দুল লতিফ বাবুল, প্রধান নির্বাচন কমিশনার সৌদি আরব প্রবাসী আব্দুল আহাদ মনির, সদস্য সচিব দুবাই প্রবাসী নজরুল ইসলাম, কমিশন সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ইউসুফ ও যুক্তরাজ্য প্রবাসী কাউন্সিলর আব্দুল মুবিনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয় ।
নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আহাদ মনির অনলাইনে ফলাফল প্রকাশ করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নির্বাচন কমিশন, ভোটার ও প্রবাসী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।