জকিগঞ্জ প্রেসক্লাবকে গতিশীল করতে নানা পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

  • আপডেট টাইম : November 30 2024, 17:36
  • 14 বার পঠিত
জকিগঞ্জ প্রেসক্লাবকে গতিশীল করতে নানা পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও কর্মরত সংবাদকর্মীদের সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর/১৫ অগ্রহায়ণ) অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালের সঞ্চলনায় বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সহসভাপতি এখলাছুর রহমান, সহসভাপতি রহমত আলী হেলালী, যুগ্মসম্পাদক মোরশেদ লস্কর, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সীমান্ত তরফদার মাসুদ, অফিস ও প্রচার সম্পাদক কে এম মামুন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রিপন আহমদ, আবু বক্কর মো ফয়সল, ওমর ফারুক প্রমুখ।
সভায় জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বদরুল হক খসরু এবং সাবেক সদস্য লুৎফুর রহমান স্কুল ও কলেজের অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সভায় বক্তারা সাংবাদিকদের উপর মিথ্যা মামলা দায়েরে নিন্দা প্রকাশ করেন।
এছাড়াও জকিগঞ্জ প্রেসক্লাবকে গতিশীল করতে নানা পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ক্যাটাগরীর আরো খবর