সিলেট মহানগর পুলিশ-এসএমপি গুজব ছড়ানো থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে।
এক তথ্য বিবরণীতে এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, অতিসম্প্রতি বিভিন্ন ব্যক্তি ফেসবুকে একটি বিভ্রান্তিকর ছবি পোস্ট করেছেন, যেখানে দাবি করা হয়েছে, ‘সিলেটে পাওয়া গেলো ইসকন মন্দির নয় এ যেন একেকটা অ…স্ত্রের গুদাম!!’।
আরো জানানো হয়েছে, ‘প্রকৃতপক্ষে, এই ছবিটি সিলেটের ইসকন মন্দিরের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়। এটি একটি পুরোনো ছবি এবং অন্য কোনো স্থানের ঘটনা। সিলেট ইসকনের কার্যক্রম সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্বক্ষণিক নজরদারিতে আছে।’
তাই যাচাই না করে এ ধরনের তথ্য শেয়ার না করতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।