এসএমপি কমিশনারের মধ্যস্থতায় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের বিরোধ নিষ্পত্তি

  • আপডেট টাইম : November 29 2024, 05:31
  • 12 বার পঠিত
এসএমপি কমিশনারের মধ্যস্থতায় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের বিরোধ নিষ্পত্তি

সিলেট মহানগর পুলিশ-এসএমপি কমিশনার মো রেজাউল করিমের মধ্যস্থতায় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের বিরোধ নিষ্পত্তি হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় এসএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে মহানগর পুলিশ কমিশনারের সভাপতিত্বে সিলেটের পরিবহন নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিরোধের নিষ্পত্তি ঘটে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে তা নিষ্পত্তির লক্ষ্যে পুলিশ কমিশনারের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় পুলিশ কমিশনার বলেন, নির্বাচনের সময় পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। পাশপাশি পুলিশ, সেনাবাহিনী, আনসার ভিডিপি ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করেন। সিটিএসবি সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও ছিলেন সার্বক্ষণিক নজরদারিতে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে শতভাগ স্বচ্ছতায় সব কার্যক্রম পরিচালিত হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সঠিক পথে এগিয়ে যেতে তিনি আহ্বান জানান।
পুলিশ কমিশনার সহ উপস্থিত অন্যান্য সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে পরাজিত প্রার্থীরা ফলাফল মেনে নিয়ে একত্রে কাজ করার অঙ্গীকার করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনী, বিআরটিএ, ডিজিএফআই, সড়ক ও জনপথ বিভাগ, র‍্যাব-৯, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট বাস মালিক সমিতি, জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়ন, জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতি, লেগুনা শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক মালিক সমিতি, জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, জেলা সড়ক পরিবহন ইউনিয়ন ও কুমারগাঁও বাস টার্মিনাল শ্রমিক প্রতিনিধি এবং আলোচিত নির্বাচনের প্রধান কমিশনার। তথ্য বিবরণী

এই ক্যাটাগরীর আরো খবর