মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ : ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি

  • আপডেট টাইম : November 28 2024, 11:01
  • 13 বার পঠিত
মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ : ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (২৮ নভেম্বর/১৩ অগ্রহায়ণ) সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে সাধারণ ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের চৌমোহনায় সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, মো মুসতাকিম, আশরাফ উদ্দিন, জিয়াউর রহমান, জাকারিয়া ও অ্যাডভোকেট মোস্তাক আহমদ সহ অন্যরা।
বক্তারা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র, পতিত স্বৈরাচারী সরকারকে পুনর্বাসনের অপতৎপরতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে।
তারা বলেন, ‘ইসকন’ একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন। ইসকনের সদস্যদের মাধ্যমে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাদেরকে নির্মূল না করে ছাত্রজনতা ঘরে ফিরে যাবে না।
বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দ্রুত বিচারসহ ইসকনকে নিষিদ্ধের দাবি জানান।

এই ক্যাটাগরীর আরো খবর