দক্ষিণ কোরিয়া দূতাবাসের প্রতিনিধি ও কটরা ডিজির সঙ্গে চেম্বার নেতাদের মতাবিনিময়

No Image Available
  • আপডেট টাইম : November 28 2024, 10:46
  • 92 বার পঠিত
দক্ষিণ কোরিয়া দূতাবাসের প্রতিনিধি ও কটরা ডিজির সঙ্গে চেম্বার নেতাদের মতাবিনিময়

দক্ষিণ কোরিয়া দূতাবাসের ট্রেড রিপ্রেজেনটেটিভ ও কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি-কটরার ডাইরেক্টর জেনারেল-ডিজি স্যামসু কিম বৃহস্পতিবার (২৮ নভেম্বর/১৩ অগ্রহায়ণ) দুপুরে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
চেম্বার বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস।
এসময় কটরার ডাইরেক্টর জেনারেল বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, কার্বন নির্গমন হ্রাসকরণ ও টেকনিক্যাল সাপোর্ট প্রদান সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও কার্বন নির্গমন হ্রাসকরণ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। তারা পরিবেশ রক্ষা করে শিল্পখাতের উন্নয়নে বাংলাদেশকে টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী।
তিনি বলেন, সিলেট অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। এখানে শিল্প স্থাপনের প্রয়োজনীয় উপকরণ ও কাঁচামাল রয়েছে। তাই সিলেটের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সম্ভাবনাময় শিল্পখাতসমূহে বিনিয়োগে এগিয়ে আসা উচিত।
সভাপতির বক্তব্য সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস বলেন, বিগত কয়েক দশকে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন অত্যন্ত প্রশংসনীয়। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে দক্ষিণ কোরিয়া এখন একটি সমৃদ্ধ অথর্নীতির দেশে পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘আমরা দক্ষিণ কোরিয়ার ব্যবসায়িক ও অর্থনৈতিক কলা-কৌশল অনুসরণ করে এগিয়ে যেতে চাই।’
প্রযুক্তিগত সহযোগিতা এবং দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের সিলেটের সম্ভাবনাময় কৃষি, শিল্প, নবায়নযোগ্য জ্বালানি ও পর্যটন খাতে বিনিয়োগের জন্যে তিনি আহবান জানান।
মতবিনিময় সভায় সিলেটের ব্যবসা-বাণিজ্য ও সম্ভাবনাময় শিল্পখাত সমূহ নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড ফজলে এলাহী মো ফয়সাল। আরো বক্তব্য রাখেন, কটরার চীফ স্পেশালিস্ট ফারুক আহমেদ, সিলেট চেম্বারের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী ও আরিফ হোসেন। উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের সহসভাপতি মো আব্দুস সামাদ, পরিচালক আমিনুর রহমান (লিপন), কাজী মো মোস্তাফিজুর রহমান, সায়েম আহমদ, সচিব মো গোলাম আক্তার ফারুক, উপ সচিব সানু উদ্দিন রুবেল, আজিজুর রহিম খান ও অন্যান্য কর্মকর্তা।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর