জকিগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন আহত

  • আপডেট টাইম : November 28 2024, 15:44
  • 15 বার পঠিত
জকিগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন আহত

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন গুরুতর আহত হয়েছেন।
আহত ব্যক্তি উপজেলার এলংজুরি গ্রামের মৃত ফজর আলীর ছেলে নাজিম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর/১৩ অগ্রহায়ণ) সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণণা দেন, নাজিম উদ্দিনের ছেলে ছাব্বির আহমদ সহ গ্রামের লোকজন।
মামলার সূত্রে জানা যায়, দরিয়াবাজ গ্রামের মৃত মির্জান আলীর ছেলে আব্দুস শুক্কুরের বাড়ির পশ্চিম পাশে এক যুগ আগে একটি বাড়ি কিনেন নাজিম উদ্দিন। দীর্ঘদিন থেকে সেই বাড়িটি জোরেবলে দখল করার পায়তারা করছেন আব্দুস শুক্কুর। এ অবস্থায় গত ১৯ নভেম্বর বাড়ির সীমানায় নাজিম উদ্দিন বাঁশের বেড়া দিতে গেলে প্রতিপক্ষ আব্দুস শুক্কুর সহ তার লোকজন তাকে কুপিয়ে রক্তাক্ত করে। অভিযুক্ত আব্দুস শুক্কুর পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম মাহমুদ হাসান রিপন জানান, এ ব্যাপারে একটি মামলা রেকর্ড হয়েছে। দোষীদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নিবে।

এই ক্যাটাগরীর আরো খবর