আবারও রিমান্ডে সাবেক কৃষি মন্ত্রী || আদালতে ‘ভুয়া’ ‘ভুয়া’ ‘চোর’ চোর’ স্লোগান

  • আপডেট টাইম : November 27 2024, 12:12
  • 15 বার পঠিত
আবারও রিমান্ডে সাবেক কৃষি মন্ত্রী || আদালতে ‘ভুয়া’ ‘ভুয়া’ ‘চোর’ চোর’ স্লোগান

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : পদত্যাগী আওয়ামী লীগ সরকারের কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদের আরও একদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
শ্রীমঙ্গল থানায় দায়ের করা একটি মামলায় মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাউর রহমান নতুন করে এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে বাসচালক আলমগীর হোসেন হত্যা মামলায় আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলো।
বুধবার (২৭ নভেম্বর/১২ অগ্রহায়ণ) দুপুরে কড়া পুলিশ পাহারায় উপাধ্যক্ষ আবদুস শহীদ ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভানুলাল রায়কে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানায়।
অন্যদিকে উপাধ্যক্ষ আবদুস শহীদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে তার স্বাস্থ্য ও বয়স বিবেচনায় জামিন চাইলে উভয়পক্ষের শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ভোজপুর বাজারে একটি মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার ৬ বছর পর ২০২৪ সালের ২৪ অক্টোবর ভুনবীর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো আহাদ মিয়া বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।
এই মামলায় সাবেক কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায় ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইফসুফ আলী সহ ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়।
শুনানি শেষে উপাধ্যক্ষ আব্দুস শহীদকে মৌলভীবাজার জেলা কারাগারে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে সমবেত লোকজন ‘ভুয়া’ ‘ভুয়া’ ও ‘চোর’ ‘চোর’ বলে স্লোগান দেয়।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মতিন জানান, আইন মোতাবেক আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলীও বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, ৩০ অক্টোবর সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে ঢাকার উত্তরার ১০ নম্বর সেক্টরে তার নিজের বাসা থেকে পুলিশ গ্রেফতার করে।

এই ক্যাটাগরীর আরো খবর