লাখাইয়ে সরকারি খাল যুবলীগ নেতার দখলে || সেচ সংকটে ৫০০ একর জমি

  • আপডেট টাইম : November 26 2024, 12:00
  • 22 বার পঠিত
লাখাইয়ে সরকারি খাল যুবলীগ নেতার দখলে || সেচ সংকটে ৫০০ একর জমি

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের লাখাই উপজলায় এক যুবলীগ নেতা সরকারি খাল দখল করে তাতে নির্মিত বাড়ি ও জায়গা বিক্রি করায় ৫০০ একর জমি সেচ সংকটে পড়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার মুড়াকড়ি বাজার থেকে মুড়াকড়ি উত্তর গ্রামের ঈদগা কাঁচা রাস্তার পাশের সরকারি খালটি আওয়ামী লীগ সরকারের আমলে দখল করে তা ভরাট করে ফেলেন যুবলীগ নেতা সাবেক ইউপি মেম্বার বাহার মিয়া ও তার ভাই মাহফুজ মিয়া। পরে সেখান থেকে প্রায় ৬০ শতাংশ জায়গা বিক্রি করেন ১ লাখ ৫০ হাজার টাকা শতাংশ দরে। এভাবে হাতিয়ে নেন প্রায় ১ কোটি টাকা। কোথাও আবার বাড়ি নির্মাণ করে বিক্রি করেছেন।
খালটি ভরাট করে অবৈধভাবে দখল করে নেওয়ায় প্রায় ১০ বছর ধরে খালটি দিয়ে পানি নিষ্কাশিত হতে পারছেন না। এছাড়া ৫০০ একর জমিতে সেচ সংকট দেখা দিয়েছে। ফলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে ফসল উৎপাদনে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত খালটি উদ্ধারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহার মিয়া বলেন, এটি খাল নয়-অর্পিত সম্পত্তি। এখানে অনেকেই জায়গা দখল করেছে। তাদেরও দখল আছে। তবে তারা অবমুক্ত করানোর জন্য মামলা করেছেন।
তার মতে, দখল না থাকলেতো অবমুক্ত করা যাবেনা। তবে জমি বিক্রি করার কথা তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে মুড়াকড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল বলেন, সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণ করেছে কয়েকজন। ফলে বেশ কিছু বাড়ির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে; কিন্তু এ বিষয়ে কেউ সুনির্দিষ্ট অভিযোগ দেয়নি। আইনি পদক্ষেপ নিলে ভালো হয়।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা জানান, তিনি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। সরকারি খাল থেকে দখল উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর