বিলাতে মুক্তিযুদ্ধের সংগঠক ফিরুজের মৃত্যুতে কার্ডিফে স্মরণসভা ও দোয়া

  • আপডেট টাইম : November 26 2024, 12:33
  • 31 বার পঠিত
বিলাতে মুক্তিযুদ্ধের সংগঠক ফিরুজের মৃত্যুতে কার্ডিফে স্মরণসভা ও দোয়া

মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য ৭১-এর এ্যাকশন কমিটির ওয়েলসের সেক্রেটারি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফিরুজের ইসহালে সাওয়াব উপলক্ষে সোমবার (২৫ নভেম্বর) ব্রিটেনের কার্ডিফ বাংলাদেশ সেন্টারে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে ও ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিকের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, ওয়েলস আওয়ামী লীগের সহসভাপতি এস এ রহমান মধু, যুগ্মসাধারণ সম্পাদক গোলাম মর্তুজা ও লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, কোষাধ্যক্ষ লিলু মিয়া, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার,
সোয়ানসী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
আব্দুর রহমান মনা, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমেদ শিবুল, মরহুম মোহাম্মদ ফিরুজের ছেলে রাসেল ফিরুজ, প্রবীণ ব্যক্তিত্ব আসাদ মিয়া, নিউপোট যুবলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, নিউপোট যুবলীগের সভাপতি শাহ শাফি কাদির, ওয়েলস যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম মুমিন, সহসভাপতি রকিবুর রহমান, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক এ বি রুনেল, সোয়ানসী যুবলীগের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম নিউপোটের সভাপতি আব্দুর রুউফ তালুকদার, নিউপোট যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক আনহার মিয়া, ওয়েলস তাঁতীলীগের সাধারণ সম্পাদক জহির আলী, ওয়েলস ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ ফয়ছল মনসুর ও সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাওন সহ অন্যরা।
দোয়া পরিচালনা করেন, হাফিজ মাওলানা ফারুক আহমেদ ও হাফিজ মিফতাউর রহমান। শেষে শিরনি বিতরণ করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর