সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিএনপির কোনো মতবিরোধ নেই : তারেক রহমান

  • আপডেট টাইম : November 25 2024, 15:20
  • 1 বার পঠিত
সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিএনপির কোনো মতবিরোধ নেই : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার কর্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাদের কোনো মতবিরোধ নেই।
সোমবার (২৫ নভেম্বর/১০ অগ্রহায়ণ) ঢাকায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়াল প্লাটফরমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, যারা নির্বাচন নাকি সংস্কার আগে-এ প্রশ্ন তুলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের উদ্দেশ্য ভিন্ন। বিএনপি মনে করে, সংস্কার কার্যক্রম শেষ হওয়ার বিষয় নয়।
তিনি বলেন, সংস্কারের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অবশ্যই প্রয়োজন। কোনো সরকারই জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না।
তারেক রহমান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার কার্যক্রম একজন শুরু করলে আরেকজন এগিয়ে নিয়ে যায়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্মমহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমীর নূরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম এবং সাংবাদিক নেতা কবি আবদুল হাই সিকদার ও জাহাঙ্গীর আলম প্রধান। পরিচালনা করেন, ডিইউজের যুগ্মসম্পাদক দিদারুল আলম দিদার, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো সাঈদ খান।-বাসস

এই ক্যাটাগরীর আরো খবর