মৌলভীবাজারে চেয়ারপার্সনের উপদেষ্টার সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

  • আপডেট টাইম : November 23 2024, 15:34
  • 17 বার পঠিত
মৌলভীবাজারে চেয়ারপার্সনের উপদেষ্টার সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানের সঙ্গে দলের মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ বছর পর মাহিদুর রহমানের স্বদেশ আগমন উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর/৮ অগ্রহায়ণ) মৌলভীবাজার শহরের একটি কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়।
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশাররফ হোসেন বাদশা, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, হেলু মিয়া, বকশী মিছবাউর রহমান, মতিন বক্স ও মনোয়ার আহমেদ রহমান সহ ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান সবাইকে ধৈর্যশীল হয়ে এক থাকার আহবান জানান।
পরে জেলা বিএনপির পক্ষ থেকে মাহিদুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর