মৌলভীবাজারে কৃষক আত্মহত্যা প্ররোচনা মামলার ৬ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : November 23 2024, 07:45
  • 14 বার পঠিত
মৌলভীবাজারে কৃষক আত্মহত্যা প্ররোচনা মামলার ৬ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব মৌলভীবাজারে চাঞ্চল্যকর কৃষক আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামি সহ পলাতক ৬ আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ও র‌্যাব-৩ বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ঢাকার মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় মৌলভীবাজার সদর মডেল থানার কৃষক আত্মহত্যা প্ররোচনার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি ইফসুফ (৩৮, পিতা আরজু মিয়া, আটঘর, মৌলভীবাজার সদর) এবং অন্যান্য আসামি হাবিব মিয়া (২০, পিতা হাছন মিয়া, আটঘর, মৌলভীবাজার সদর), ফরিজা খাতুন (৫০, স্বামী মৃত আছাব আলী, আটঘর, মৌলভীবাজার সদর), আশরাফ উদ্দিন (৫০, গ্রাম আগনসী, মৌলভীবাজার সদর), মহসিন (৪২, পিতা মৃত মানব মিয়া, আটঘর, মৌলভীবাজার সদর) ও জাকির হোসেন মেম্বারকে (৪০, পিতা মালধার মিয়া, পাচাউন, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর