দিরাইয়ে ঘরের বাসি ময়লা পানি ফেলা নিয়ে সংঘর্ষ || আহত ৩০ জন

  • আপডেট টাইম : November 23 2024, 18:19
  • 21 বার পঠিত
দিরাইয়ে ঘরের বাসি ময়লা পানি ফেলা নিয়ে সংঘর্ষ || আহত ৩০ জন

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে ঘরের বাসি ময়লা পানি ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের পুরাতন কর্ণগাঁও গ্রামে সাবেক মেম্বার আব্দুল আজিজ ও সমরাজ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আহতদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বিষয়টি নিয়ে মহিলাদের কথা কাটাকাটি জের ধরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
দিরাই থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পরিবেশ এখন শান্ত আছে। কোন মামলা হয়নি।

এই ক্যাটাগরীর আরো খবর