কানাইঘাটে আইসক্রিম বিক্রেতার খুনি ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার

  • আপডেট টাইম : November 23 2024, 18:06
  • 19 বার পঠিত
কানাইঘাটে আইসক্রিম বিক্রেতার খুনি ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাট থানা পুলিশ ক্লুলেস আইসক্রিম বিক্রেতা আব্দুর রহমান লাল হত্যামামলার রহস্য উদঘাটনসহ মামলা রুজুর ১২ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রেফতার করেছে।
গত ২০ নভেম্বর রাত অনুমান ১১টায় আব্দুর রহমান লাল (৩৯) নিখোঁজ হন। দুদিন পর কানাইঘাট পৌরসভার ডালাইরচর এলাকায় ভাড়াকৃত দোকান থেকে তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা রুজু হলে কানাইঘাট থানা পুলিশ হত্যার রহস্য উন্মোচন ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে তৎপর হয়।
এরই ধারাবাহিকতায় থানা পুলিশ ও পুলিশ সদর দপ্তরের এলআইসির সহযোগিতায় শনিবার (২৩ নভেম্বর/৮ অগ্রহায়ণ) সকালে হত্যারহস্য উন্মোচন ও হত্যাকাণ্ডে জড়িত মো রুবেল আহমদ ওরপে মিনিস্টারকে (৩৬, পিতা নজমুল হক, ধর্মপুর, বর্তমানে সাউদগ্রাম, কানাইঘাট, সিলেট) পার্শ্ববর্তী গোয়াইনঘাট উপজেলার বেরিবিল এলেকা হতে গ্রেফতার এবং আব্দুর রহমান লালের লুণ্ঠিত মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর