ইউক্রেন যুদ্ধ ক্রমেই বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে : ভ্লাদিমির পুতিন

  • আপডেট টাইম : November 22 2024, 04:54
  • 26 বার পঠিত
ইউক্রেন যুদ্ধ ক্রমেই বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে : ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে সে সব দেশের বিরুদ্ধে আঘাত হানতে তিনি বাধ্য হবেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই হুশিয়ারি দেন।
ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এসব ক্ষেপণাস্ত্র রুশ সীমান্তে নিক্ষেপ করা হয়েছে।
তিনি বলেন, এসব দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অধিকার মস্কোর রয়েছে।
রুশ প্রেসিডেন্ট পশ্চিমাদের সতর্ক করে বলেন, ইউক্রেন যুদ্ধ ক্রমেই বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে।-বাসস

এই ক্যাটাগরীর আরো খবর