নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ও সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ আভিযানিক দল বুধবার (২০ নভেম্বর/৫অগ্রহায়ণ) ভোররাতে মাধবপুর উপজেলা সদরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় ১০ কেজি গাঁজা উদ্ধার উদ্ধার এবং শাহিন (২২, পিতা ইমরান শাহ, ধীতপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) ও ওমর ফারুককে (২১, পিতা মো হাছান, মহেশপুরষ্করনী, পশুরাম, ফেনী) গ্রেফতার করা হয়।
এছাড়া র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে চুনারুঘাটেউপজেলার চন্দনা ধলাইপাড় নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার ও মো কাজলকে (৪৫, পিতা মৃত জহুর হোসেন, চন্দনা ধলাইপাড়, চুনারুঘাট, হবিগঞ্জ) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী