ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

  • আপডেট টাইম : November 20 2024, 15:26
  • 26 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ফেনসিডিল সহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় ১১৮ বোতল ফেনসিডিল সহ মো ইমরান মিয়া (২৫, পিতা মৃত আব্দুস সাত্তার মিয়া, ধর্মনগর, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া) নামে পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর