নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের জগন্নাথপুরের আলোচিত সিএনজি চালিত অটোরিকশা চালক সুজিত দাসের ক্লুলেস হত্যা মামলার ৩ আসামিকে হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, উপজেলার রানীগঞ্জ বাজারের অটোস্ট্যান্ডে প্রায় এক মাস ধরে অটোরিকশা চালিয়ে আসছিলেন সুজিত দাস। গত ১৬ নভেম্বর তিনি তার অটোরিকশা নিয়ে সিলেট-ঢাকা মহাসড়কের সৈয়দপুরে যান; কিন্তু আনুমানিক রাত ৯টায় রানীগঞ্জ সেতুর উপর রক্তাক্ত অবস্থায় তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে সুজিত দাসের ভাই সুবাস দাস জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল (১৯ নভেম্বর/৪ অগ্রহায়ণ) হবিগঞ্জের বাহুবল ও শায়েস্তাগঞ্জ উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে এই হত্যামামলার পলাতক আসামি আলী হায়দার (৩৬, পিতা আনছার আলী, শালদিঘা, জগন্নাথপুর, সুনামগঞ্জ), হাফিজুর রহমান (২৬, পিতা মৃত তরমুজ আলী, নোহাটি, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ) ও মো শিবলু মিয়াকে (২০, পিতা আব্দুল হাই, পনারআব্দা, বাহুবল, হবিগঞ্জ) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য বিবরণী