জকিগঞ্জে উপজেলা প্রশাসন ও সাবা সানাবিল ফাউন্ডেশনের ন্যায্যমূল্যের দোকান

  • আপডেট টাইম : November 19 2024, 16:02
  • 20 বার পঠিত
জকিগঞ্জে উপজেলা প্রশাসন ও সাবা সানাবিল ফাউন্ডেশনের ন্যায্যমূল্যের দোকান

জকিগঞ্জ প্রতিনিধি : দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রশাসন ও সাবা সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে ন্যায্যমূল্যের দোকান খোলা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর/৪ অগ্রহায়ণ) সাবা সানাবিল হাফিজিয়া মাদরাসা সংলগ্ন মাঠে ন্যায্যমূল্যের দোকানটি উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) অর্নব দত্ত, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা।
ইউ এনও আফসানা তাসলিম বলেন, বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে ও সিন্ডিকেট বন্ধ করতে এই দোকান চালু করা হয়েছে। চাষীদের নিকট থেকে সরাসরি পণ্য কিনে ন্যায্যমূল্যে বিক্রি করলে চাষীদের পাশাপাশি নিম্ন আয়ের মানুষও উপকৃত হবেন।

এই ক্যাটাগরীর আরো খবর