ওসমানীনগরে ১১ হাজারের বেশি ইয়াবা সহ এক `পেশাদার মাদক ব্যবসায়ী’ গ্রেফতার

  • আপডেট টাইম : November 19 2024, 07:34
  • 17 বার পঠিত
ওসমানীনগরে ১১ হাজারের বেশি ইয়াবা সহ এক `পেশাদার মাদক ব্যবসায়ী’ গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের ওসমানীনগর উপজেলায় ১১ হাজার ২৩৫ পিস ইয়াবা সহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত পৌণ ৮টার দিকে উপজেলার সৈয়দপুর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় একটি প্রাইভেট কার তল্লাশি করে ১১ হাজার ২৩৫ পিস ইয়াবা উদ্ধার ও মো নূরুল আফসারকে (৪৮, পিতা-মৃত নূরুল ইসলাম, উত্তর ফরহাদনগর, সদর, ফেনী) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সহ ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য বিবরণী

এই ক্যাটাগরীর আরো খবর