নবীগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু

  • আপডেট টাইম : November 18 2024, 15:59
  • 22 বার পঠিত
নবীগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর/৩ অগ্রহায়ণ) সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার গয়াহরি এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুইজন হলেন, পৌরসভার সাবেক কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেবের মা অনিমা দেব (৭০) ও ভাই নিপেশ চন্দ্র দেব (৪৫)।
সকালে অনিমা দেব গোসল করতে গিয়ে বাথরুমের ভিতরে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাকে বাঁচাতে ছেলে নিপেশ চন্দ্র দেব এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের অন্যরা মা-ছেলেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো কামাল হোসেন বিদ্যুৎম্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর