নবীগঞ্জে মুক্তিযোদ্ধা ক্ষীতিশ দাসের পরলোকগমন || রাষ্ট্রীয় সম্মান প্রদান

  • আপডেট টাইম : November 18 2024, 15:58
  • 27 বার পঠিত
নবীগঞ্জে মুক্তিযোদ্ধা ক্ষীতিশ দাসের পরলোকগমন || রাষ্ট্রীয় সম্মান প্রদান

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর গ্রামের অধিবাসী বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি মেম্বার ক্ষীতিশ চন্দ্র দাস (৭৮) আর নেই।
সোমবার (১৮ নভেম্বব/৩ অগ্রহায়ণ) সকাল ৮টা ৫ মিনিটে নিজের বাড়িতে তিনি পরলোকগমন করেছেন।
ক্ষীতিশ চন্দ্র দাস স্ত্রী, চার ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপের নেতৃত্বে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, থানার ওসি কামাল হোসেন পিপিএম, এসআই রাজিব আহমেদ ও এসআই শুভ দেব নাথ।
তার শেষকৃত্যানুষ্ঠান দুপুর ২টায় রিফাতপুর পশ্চিম শ্মশানঘাটে সম্পন্ন হয়।
খবর পেয়ে তাকে শেষবারের মতো দেখতে যান, সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিক রহমান, বীর মুক্তিযোদ্ধা রথীন্দ্র চন্দ্র, সাবেক মেম্বার হারুন মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাগর আহমেদ, জুয়েল চৌধুরী ও সুমন আহমেদসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর