ছাতক সমিতি সিলেটের সাধারণ সভায় এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

  • আপডেট টাইম : November 18 2024, 09:07
  • 20 বার পঠিত
ছাতক সমিতি সিলেটের সাধারণ সভায় এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ছাতক সমিতি সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা গত শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মহানগরীর মদিনা মার্কেটে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুম আহমদ ও যুগ্মসাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিকের যৌথ সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট রাজ উদ্দিন, আব্দুল হান্নান ও আজমান আলী এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আব্দুস সালাম আল মাদানি। স্বাগত বক্তব্য রাখেন, সহসভাপতি পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো জামাল উদ্দিন। আরো বক্তব্য রাখেন, দোলারবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আলম, সহসভাপতি দবিরুল ইসলাম ও রকিবুল্লাহ, প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট লেখক রুহুল ফারুক, সাবেক সভাপতি অধ্যাপক খসরুজ্জামান, সহসভাপতি এ টি এম তারেক, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সামাদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, হাফিজ মাসুদ আহমদ চৌধুরী, সৈয়দ মনসুর আলী, যুগ্মসম্পাদক আনোয়ার হোসেন, অ্যাডভোকেট শংকর দেব, সহসাংগঠনিক সম্পাদক লিটন মিয়া ও এস এম সেফুল, অ্যাডভোকেট সায়েদুর রহমান, শফিক মিয়া, ডা টি এম ইমরান, শফিক মিয়া, অ্যাডভোকেট মনির উদ্দিন, অ্যাডভোকেট মো আব্দুল জলিল প্রমুখ।
সাধারণ সভার দ্বিতীয় পর্বে সমিতির প্রধান নির্বাচন কমিশনার রুহুল ফারুক, সদস্য অধ্যাপক খসরুজ্জামান ও শেখ মোর্শেদ আলীকে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।
পরে কমিশন সাবেক সভাপতি নাসিম হোসাইন ও অ্যাডভোকেট রাজ উদ্দিনকে কমিশনে অন্তর্ভুক্ত করেন। শীঘ্রই সমিতির নির্বাচিত কার্যকরী পরিষদের নাম ঘোষণা করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর