হবিগঞ্জের পান্না হত্যামামলার প্রধান আসামি মান্নাকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট টাইম : November 17 2024, 10:56
  • 17 বার পঠিত
হবিগঞ্জের পান্না হত্যামামলার প্রধান আসামি মান্নাকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের চাঞ্চল্যকর পান্না আক্তার হত্যামামলার প্রধান আসামিকে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে।
গত ২৪ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ সদরেউপজেলার লস্করপুর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে পান্না আক্তার (৩৬) ও মো মান্না মিয়া তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পান্না আক্তার ও তার বান্ধবী লাকী আক্তার মান্না মিয়াকে লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করতে থাকে। প্রাণ বাঁচাতে মান্না মিয়া পালানোর জন্য দৌড় দেয়; কিন্তু পান্না আক্তার তার পিছু নিলে সে তার কাছে থাকা ছুরি দিয়ে পান্না আক্তারকে আঘাত করে।
পান্না আক্তারকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এখানে আইসিইউতে থাকা আবস্থায় তার মৃত্যু হয়।
পান্না আক্তারের মৃত্যুর ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যামামলা দায়ের হলে এর সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প, সাভারের যৌথ আভিযানিক দল শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সাভারের ঝাউচর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মান্না মিয়াকে (২৫, পিতা ফারুক মিয়া, পূর্ব লেঞ্জাপাড়া, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী

এই ক্যাটাগরীর আরো খবর