চুনারুঘাটে সাবেক এমপির গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত || ফাঁকা গুলি

  • আপডেট টাইম : November 17 2024, 15:57
  • 17 বার পঠিত
চুনারুঘাটে সাবেক এমপির গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত || ফাঁকা গুলি

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার পশ্চিম পাকুড়িয়া এলাকায় খোয়াই বেইলি ব্রিজে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক সংসদ সদস্য সাবেক সেনা কর্মকর্তা রানা মোহাম্মদ সোহেলের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী জি এম শাহিন (৪৫) আহত হয়েছেন।
তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তিনি সাটিয়াজুরী ইউনিয়নের ঊষাইনগর এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে জানা গেছে, রবিবার (১৭ নভেম্বর/২ অগ্রহায়ণ)) দুপুরে রানা মোহাম্মদ সোহেলকে বহনকারী ঢাকা মেট্রো ঘ-১৩-১২৪৬ নম্বর গাড়িটি শ্রীমঙ্গল থেকে সাতছড়ি যাওয়ার পথে খোয়াই বেইলি ব্রিজে এসে যানজটে পড়ে। এসময় গাড়িটি পেছানোর চেষ্টা করলে পিছনের থাকা মোটরসাইকেলে প্রচণ্ড ধাক্কা লাগার ঘটনাটি ঘটে। এ নিয়ে গাড়ির আরোহী ও মোটরসাইকেল আরোহীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রানা মোহাম্মদ সোহেল একটি পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছুঁড়েন। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ছুটে আসেন আশেপাশের বিক্ষুব্ধ লোকজন। এসময় অপ্রীতিকর ঘটনাও ঘটে। শেষপর্যন্ত থানায় খবর দেওয়া হয়।
চুনারুঘাট থানার ওসি মোহম্মদ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিস্তল সহ রানা মোহাম্মদ সোহেলকে থানায় নিয়ে আসা হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার রেজাউল হক খান সন্ধ্যায় জানান, সেনাবাহিনী তাদের সাবেক সদস্য হিসেবে রানা মোহাম্মদ সোহেলকে তাদের হেফাজতে নিয়ে গেছে। তবে তার অস্ত্র চুনারুঘাট থানা পুলিশের মাধ্যমে জব্দ করা হয়। তিনি কেন গুলি ছুঁড়েন তা তদন্ত করলে জানা যাবে।
খবর পেয়ে শাহজিবাজার সেনা ক্যাম্পের ক্যাপটেন সামিউনের নেতৃত্বে একদল সেনা সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ক্যাপটেন সামিউন জানান, ঘটনাটি ভূল বুঝাবুঝি। অস্ত্রটি লাইসেন্সকৃত কি না যাচাই বাছাই চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর