পরলোকে লাখাই প্রেসক্লাবের সহসভাপতি আশীষ দাশ গুপ্তের মা রেনু বালা দাশ

No Image Available
  • আপডেট টাইম : November 15 2024, 16:31
  • 63 বার পঠিত
পরলোকে লাখাই প্রেসক্লাবের সহসভাপতি আশীষ দাশ গুপ্তের মা রেনু বালা দাশ

মাধবপুর প্রতিনিধি : হবিগন্জের লাখাই প্রেসক্লাবের সহসভাপতি আশীষ দাশ গুপ্তের মা রেনু বালা দাশ ( ৭০) পরলোকগমন করেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর/২৯ কার্তিক) দুপুরে লাখাই উপজেলার স্বজনগ্রামে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রেনু বালা দাশ দীর্ঘদিন যাবত নানা রোগে ভুগছিলেন।
তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার বড় ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। মেয়ে শংকরি রানি দাশ গুপ্তা স্বাস্থ্য বিভাগে কর্মরত রয়েছেন। পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
রেনু বালা দাশের মৃত্যুতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ আহামেদ রূপম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের হবিগন্জ জেলা সাধারণ সম্পাদক ইমদাদ মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আনাস মোহাম্মদ এবং লাখাই প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর