সিসিকের সাবেক কাউন্সিলর ও জগন্নাথপুরের হত্যামামলার ২ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : November 14 2024, 07:11
  • 6 বার পঠিত
সিসিকের সাবেক কাউন্সিলর ও জগন্নাথপুরের হত্যামামলার ২ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান ও সুনামগঞ্জের জগন্নাথপুর থানার হত্যামামলার প্রধান আসামি শাওন মিয়া সহ ২ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বুধবার (১৩ নভেম্বর) রাত পৌণে ১১টার দিকে দক্ষিণ সুরমার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় সিলেট কোতয়ালি মডেল থানার মামলায় সাবেক কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা মতিউর রহমানকে (৫০, পিতা মৃত নশিদ আলী, শ্রীরামপুর, দক্ষিণ সুরমা, সিলেট) গ্রেফতার করতে সক্ষম হয়।
একইদিন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানি বিকেল আনুমানিক সোয়া ৪টায় জগন্নাথপুর উপজেলার ইছগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে হত্যামামলার প্রধান আসামি উপজেলার বাউধরন গ্রামের শাওন মিয়া (১৯, পিতা সুহেল মিয়া) ও শহিদ মিয়াকে (২১, পিতা কয়ছব আলী) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর