বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের লাখাইয়ে জলমহালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। এরমধ্যে অন্তত ৫০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর/২৯ কার্তিক) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামের বর্তমান ইউপি মেম্বার আইয়ুব আলী ও একই গ্রামের সাবেক ইউপি মেম্বার নজরুল ইসলামের মধ্যে এলাকার একটি বিল (জলমহাল) নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে সকালে একটি পক্ষ বিলে মাছ ধরার জন্য বাঁধ দেওয়ার চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বন্দে আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।