সিলেটে ইউপি চেয়ারম্যান সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

  • আপডেট টাইম : November 13 2024, 07:29
  • 16 বার পঠিত
সিলেটে ইউপি চেয়ারম্যান সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ তিন জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট, সিপিএসসির একটি আভিযানিক দল সোমবার (১১ নভেম্বর) গোলাপগঞ্জ থানার নাশকতা, সহিংসতা ও হত্যাচেষ্টা মামলার আসামি উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো খলকুর রহমানকে গ্রেফতার করে।
একই দিন আরেকটি আভিযানিক দল এসএমপির শাহপরান থানার নাশকতা, সহিংসতা ও হত্যাচেষ্টা মামলার আসামি যুবলীগ ক্যাডার জুমায়েল ইসলাম চৌধুরীকে করতে সক্ষম হয়।
দিনের অপর অভিযানে আভিযানিক দল এসএমপির এয়ারপোর্ট থানার নাশকতা, সহিংসতা ও হত্যাচেষ্টা মামলার আসামি সিলেট মহানগর ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক আফছর মিয়াকে গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী

এই ক্যাটাগরীর আরো খবর